জিজ্ঞাসা

প্রঃ

:

কখন তোমার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়?

উঃ

:

১৯৭২ সালের ৩০ আগস্ট অধ্যাদেশ জারীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
অধ্যাদেশ এর-wR-II/IP-73/72-1002.

প্রঃ

:

এর নিয়ন্ত্রিত মন্ত্রণালয়ের নাম কি?

উঃ

:

এর নিয়ন্ত্রিত মন্ত্রণালয়ের নাম জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রঃ

:

তোমার অধিদপ্তরের নাম কি?

উঃ

:

আমাদের অধিদপ্তরের নাম মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর।

প্রঃ

:

এর অবস্থান কোথায়?

উঃ

:

এর অবস্থান তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকায়।

প্রঃ

:

তোমাদের অধিদপ্তরের অধীনে কয়টি প্রেস আছে?

উঃ

:

আমাদের অধিদপ্তরের অধীনে ৩ (তিন)টি প্রেস আছে?

প্রঃ

:

প্রেসগুলোর নাম কি?

উঃ

:

প্রেসগুলোর নাম নিম্নে দেয়া গেল:-

 

:

(ক) বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বি.জি. প্রেস)।

 

:

(খ) গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস (জি.পি.পি)।

 

:

(গ) বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস (বি.এস.পি.পি.)।

প্রঃ

:

এই অধিদপ্তরের অধীনে কতগুলো দপ্তর আছে?

উঃ

:

এই অধিদপ্তরের দু’টি দপ্তর আছে?

 

:

(ক) বাংলাদেশ স্টেশনারী অফিস (বি.এস.ও.)।

 

:

(খ) বাংলাদেশ ফরমস ও প্রকাশনী অফিস (বিএফওপি)।

প্রঃ

:

অধিদপ্তর প্রধানের পদবী কি?

উঃ

:

অধিদপ্তর প্রধানের পদবী মহাপরিচালক।

প্রঃ

:

বি জি প্রেসের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পদবী কি ?

উঃ

:

বি. জি. প্রেসের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পদবী উপ পরিচালক।

প্রঃ

:

বি জি প্রেস থেকে প্রতি সপ্তাহে কত প্রকার গেজেট প্রকাশিত হয়? সেগুলো কি কি?

উঃ

:

বি. জি. প্রেস থেকে প্রতি সপ্তাহে সাধারণতঃ দুই প্রকারের গেজেট প্রকাশিত হয়। যথা : (ক) বাংলাদেশ গেজেট (সাপ্তাহিক), (খ) বাংলাদেশ গেজেট (অতিরিক্ত সংখ্যা)। Extra Ordinary Gazette সময়ে বাংলাদেশ গেজেটের বিশেষ ক্রোড়পত্রও প্রকশিত হয়ে থাকে।

প্রঃ

:

বাংলাদেশ গেজেট সাপ্তাহিক এর কয়টি খন্ড?  বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা এবং বিশেষ ক্রোড়পত্র কখন কিভাবে প্রকাশিত হয়?

উঃ

:

বাংলাদেশ গেজেটে প্রকাশিত খন্ডের সংখ্যা আটটি। সচিবালয়/মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত নোটিফিকেশনের ভিত্তিতে প্রতি সপ্তাহে প্রয়োজনীয খন্ড সমূহ একত্রে বাঁধাই করে বই আকারে প্রকাশিত হয়। ইহাছাড়া সময়ে সময়ে বাংলাদেশ গেজেটে বিধৃত বিষয়াবলীর আলোকে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশিত হয়ে থাকে। সচিবালয়/মন্ত্রণালয়ের জরম্নরী প্রয়োজনে অতিরিক্ত সংখ্যায় প্রকাশযোগ্য নোটিফিকেশনসমূহ উপ-সচিব পদমর্যদার নীচে নয় এমন কর্মকর্তার স্বাক্ষরে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা প্রতিদিন প্রকাশিত হয়ে থাকে।

সর্বশেষ আপডেট : ১৪-০৯-২০১৭

Terms of Use | Privacy Policy


Copyright © 2018 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement