বাংলাদেশ স্টেশনারি অফিসে আপনাকে স্বাগতম

Picture of Bangladesh Stationery Office

বাংলাদেশ স্টেশনারী অফিস-টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন একটি ইউনিট অফিস । এই অফিসটি ১৯৫২ সনে তদানিন্তন পাকিস্তান আমলে তেজগাঁও শিল্পাঞ্চলে ৫.৭২ একর জমির উপর প্রতিষ্টিত হয় । তখন থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সমগ্র বাংলাদেশের সরকারী অফিস-আদালত, স্কুল কলেজসমূহে বরাদ্দের বিপরীতে চাহিদানুযায়ী স্টেশনারী দ্রব্য-সামগ্রী এই অফিস থেকে সরবরাহ করা হত । ১৯৮৫ সনে অধিদপ্তরের অধীনে ঢাকা, চট্রগ্রাম, বগুড়া ও খুলনায় ০৪ (চার) টি আঞ্চলিক অফিস প্রতিষ্ঠা লাভ করে । বর্তমানে ঢাকা আঞ্চলিক অফিস থেকে সমস্ত মন্ত্রণালয়সহ ২৪ টি জেলার, বগুড়া আঞ্চলিক অফিস থেকে ১৬ টি জেলার, খুলনা আঞ্চলিক অফিস থেকে ১৬ টি জেলার এবং চট্রগ্রাম আঞ্চলিক অফিস হতে ০৮ টি জেলার সরকারী অফিস-আদালতের স্টেশনারী দ্রব্যাদি সরবরাহ করা হয়ে থাকে । এই ০৪ টি আঞ্চলিক অফিসের বাৎসরিক/মাসিক চাহিদা অনুযায়ী বাংলাদেশ স্টেশনারী অফিস হতে প্রতি মাসে স্টেশনারী মালামাল সরবরাহ করা হয়ে থাকে ।


Terms of Use | Privacy Policy


Copyright © 2014 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement

>