কার্যকলাপ

দেশ- বিদেশ থেকে উন্নতমানের কাগজসহ বিভিন্ন স্টেশনারী মালামাল সংগ্রহ পূর্বক বিভিন্ন সরকারী,আধা-সরকারী ও স্বায়ত্ব-শাসিত অফিসে সরবরাহ করাই বাংলাদেশ স্টেশনারী অফিসের মূল কাজ । বাংলাদেশ স্টেশনারী অফিস কাগজসহ কিছু ছাপার উপকরণ সরাসরি বিজি প্রেস, গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেসে সরবরাহ করে থাকে । এছাড়া ৬৪ টি জেলা প্রশাসকের কার্য্যালয়ের ট্রেজারীতে সরাসরি কার্ট্রজি পেপার সরবরাহ করা হয় । কিন্তু বিভিন্ন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ব-শাসিত অফিস ও আদালতে ০৪ (চার) টি আঞ্চলিক ( ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও বগড়া) অফিসের মাধ্যমে কাগজসহ বিভিন্ন স্টেশনারী মালামাল সরবরাহ করা হয়ে থাকে ।

স্থানীয়ভাবে উৎপন্ন কাগজসহ বিভিন্ন স্টেশনারী মালামাল সংগ্রহ করায় বাংলাদেশ স্টেশনারী অফিস একদিকে যেমন উৎপন্ন মালামালের গুনগত মানোন্নয়নে সহায়তা করছে অন্যদিকে স্থানীয় শিল্পের উন্নতি সাধনেও অগ্রণী ভূমিকা পালন করছে ।

সর্বশেষ আপডেট : ০৪-০২-২০১৪

Terms of Use | Privacy Policy


Copyright © 2014 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement

>