জিজ্ঞাসা

প্রশ্ন

:

কখন তোমার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়?

উঃ

:

১৯৭২ সালের ৩০ আগস্ট অধ্যাদেশ নং-KO.G-II/IP -13/72-1002 জারীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

প্রশ্ন

:

এর নিয়ন্ত্রিত মন্ত্রণালয়ের নাম কি?

উঃ

:

এর নিয়ন্ত্রিত মন্ত্রণালয়ের নাম জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশ্ন

:

তোমার অধিদপ্তরের নাম কি?

উঃ

:

আমাদের অধিদপ্তরের নাম মুদ্রণ প্রকাশনা অধিদপ্তর

প্রশ্ন

:

এর অবস্থান কোথায়?

উঃ

:

এর অবস্থান ঢাকার তেজগাঁও শিল্প এলাকায়।

প্রশ্ন

:

তোমাদের অধিদপ্তরের অধীনে কয়টি প্রেস আছে?

উঃ

:

আমাদের অধিদপ্তরের অধীনে ৩ (তিন) টি প্রেস আছে।

প্রশ্ন

:

প্রেসগুলোর নাম কি?

উঃ

:

প্রেসগুলোর নাম নিম্নে দেয়া গেল:-

 

 

().

বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বি. জি. প্রেস)।

 

 

()

গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (জি. পি. পি)।

 

 

()

বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস (বি. এস. পি. পি.)।

প্রশ্ন

:

এই অধিদপ্তরের অধীনে কতগুলো দপ্তর আছে?

উঃ

:

এই অধিদপ্তরের দু’টি দপ্তর আছে। সেগুলো হলো:-

 

 

()

বাংলাদেশ স্টেশনারী অফিস (বি. এস. ও.)।

 

 

()

বাংলাদেশ ফরম প্রকাশনা অফিস (বি. এফ. এন্ড পি. ও.)।

প্রশ্ন

:

অধিদপ্তর প্রধানের পদবী কি?

উঃ

:

অধিদপ্তর প্রধানের পদবী মহাপরিচালক

প্রশ্ন

:

জি. পি. পি. প্রেসের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পদবী কি?

উঃ

:

জি. পি. পি. প্রেসের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পদবী উপ-পরিচালক

সর্বশেষ আপডেট : ০৪-০২-২০১৪

ইমেইল :


   


Terms of Use | Privacy Policy


Copyright © 2018 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement