ফোকাস এ- অবজেকটিভ :

ফোকাস এ- অবজেকটিভ : মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর সচিবালয়/মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত তার অধিনস্থ সকল সরকারি অফিস এবং একই সাথে বিদেশে বাংলাদেশের মিশন/এ্যাম্বেসিগুলোকেও সেবা প্রদান করে থাকে। এটি সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগসহ এর অধিনস্থ সকল অফিসসমূহের চাহিদা মাফিক অফিস মেশিনারি, স্টেশনারি দ্রব্যাদি, ফরমস, বাজেটরি ইনফরম্যাট ও উপকরণ, সরকারের গোপনীয় ও নিরাপত্তামূলক ইনস্ট্রুমেন্ট সংগ্রহ/সরবরাহ করে থাকে। সময়ে সময়ে বেসরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহকেও নিয়ম অনুযায়ী তাদের চাহিদা মাফিক সেবা প্রদান করে থাকে। অধিদপ্তরাধীন ৩(তিন)টি উৎপাদনমুখী প্রেস এবং ৬(ছয়)টি অফিসের মাধ্যমে সকল কাজকর্ম ও সেবাসমূহ সম্পন্ন হয়ে থাকে। অধিদপ্তরাধীন বেশীর ভাগ প্রেস ও অফিসমূহ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত।

কার্যসম্পাদনের মূল বিষয়াবলী :
(১) মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সকল মন্ত্রণালয়/বিভাগ এবং উহার অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তরের জন্য চাহিদা মোতাবেক রাজস্ব আদায়            সংক্রান্ত ফরমসহ সকল প্রকার ফরম/রেজিস্টার সরবরাহ নিশ্চিত করা।

(২) জাতীয় গুরুত্বপূর্ণ মুদ্রণ যেমন- বাজেট, রিপোর্ট, গেজেট, অর্ডিন্যান্স, অর্থনৈতিক সমীক্ষা, জার্নাল, ফরম (ঝঃধহফধৎফ ধহফ ঘড়হ-ঝঃধহফধৎফ), ডিও প্যাড,         ডিও খাম, দাওয়াতপত্র দ্রুততার সাথে ও যথাসময়ে মুদ্রণ সম্পন্ন করা।

(৩) সরকারি অফিস-আদালতে ব্যবহৃত সকল প্রকার স্টেশনারী দ্রব্যসামগ্রী, অফিস মেশিনারীজ সংগ্রহ ও বণ্টন করা।

(৪) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বোর্ড, বিশ্ববিদ্যালয় ইত্যাদির সকল প্রকার গোপনীয় মুদ্রণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা।

(৫) পাবলিক এ্যাকাউন্টস কমিটির জন্য অডিট রিপোর্ট মুদ্রণ সম্পন্ন করা।

(৬) সকল মন্ত্রণালয়/বিভাগে এবং উহার অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তরের জন্য স্টেশনারী দ্রব্যাদি সংগ্রহ ও চাহিদার অনুকূলে বিতরণ করা।

(৭) প্রিন্টিং/বাইন্ডিং মেশিন চালু রাখার জন্য প্রয়োজনীয় মেশিনারী, কাঁচামাল, খুচরা যন্ত্রপাতি স্থানীয় বাজার কিংবা বৈদেশিক বাজার হতে দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা।

সর্বশেষ আপডেট : ০৪-০২-২০১৪

Terms of Use | Privacy Policy


Copyright © 2018 Bangladesh Government Press. Developed & Maintained by Business Automation Ltd.

Updated by Global Technolgoy Advancement